হাদি হত্যার আসামি গ্রেপ্তার করতে কাজ করছে র‌্যাব: মহাপরিচালক - ইকরা প্রতিদিন হাদি হত্যার আসামি গ্রেপ্তার করতে কাজ করছে র‌্যাব: মহাপরিচালক

শিরোনাম

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds

হাদি হত্যার আসামি গ্রেপ্তার করতে কাজ করছে র‌্যাব: মহাপরিচালক


অন লাইন ডেক্স :
  ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় মূল আসামি ফয়সাল ও আলমগীরকে গ্রেপ্তার না করা পর্যন্ত সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করার ঘোষণা দিয়েছেন র‌্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান।তিনি বলেন, আসামিরা বর্তমানে ভারতে পলাতক থাকলেও তাদের অবস্থান শনাক্ত করা গেলে দেশে ফিরিয়ে আনার একাধিক উপায় রয়েছে।রবিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।র‌্যাব মহাপরিচালক জানান, গত ১২ তারিখে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পরপরই র‌্যাব তাদের সর্বোচ্চ সক্ষমতা কাজে লাগিয়ে দিনরাত ২৪ ঘণ্টা তদন্ত কার্যক্রম পরিচালনা করছে।এরই মধ্যে ১২ থেকে ১৬ তারিখের মধ্যে হত্যাকাণ্ডে জড়িত প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সংশ্লিষ্ট ৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি হত্যায় ব্যবহৃত দুটি পিস্তল উদ্ধার করা হয়েছে।তিনি বলেন, “এই ঘটনায় মূল আসামি ফয়সাল ও আলমগীর এখনো পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। তারা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করে যাব। আমরা আশাবাদী, তাদের গ্রেপ্তার করতে সক্ষম হবো।”আসামিরা দেশের বাইরে পালিয়ে গেছে এ বিষয়ে প্রশ্নের জবাবে একেএম শহিদুর রহমান বলেন, প্রযুক্তিগত ও ম্যানুয়াল সোর্স ব্যবহার করে তাদের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে। অবস্থান নিশ্চিত হলে গ্রেপ্তারের জন্য প্রয়োজনীয় সব আইনগত ও কূটনৈতিক প্রক্রিয়া গ্রহণ করা হবে। বিদেশে পালিয়ে গেলেও আসামিকে ফিরিয়ে আনার কার্যকর ব্যবস্থা রয়েছে।সংবাদ সম্মেলনে অন্যান্য গুরুত্বপূর্ণ অভিযানের কথাও তুলে ধরেন র‌্যাব মহাপরিচালক। তিনি বলেন, গত ১৮ ডিসেম্বর ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে উত্তেজিত জনতার হাতে দিপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের ঘটনায় র‌্যাব দ্রুত অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।এছাড়া গত ১৭ ডিসেম্বর খুলনা আদালত প্রাঙ্গণে সংঘটিত জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় র‌্যাব ছায়া তদন্ত শুরু করে একজন আসামিকে গ্রেপ্তার করেছে। অন্যান্য জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে।তিনি আরও জানান, যশোরের বাঘারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৪টি ককটেলসহ একজন নাশকতাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। কেরানীগঞ্জে একটি মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থল থেকে ৫টি ককটেল, ১২ গ্রাম হাইড্রোজেন পার অক্সাইড ও অন্যান্য কেমিক্যাল উদ্ধার করা হয়। এ ঘটনায় মূল আসামি আল-আমিন এবং তার সহযোগী আহসানউল্লাহ ওরফে হাসানকে গ্রেপ্তার করা হয়েছে।প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকায় হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান র‌্যাব মহাপরিচালক।আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করছে বলে জানান তিনি। তিনি আশাবাদ ব্যক্ত করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশবাসী একটি সুন্দর নির্বাচন উপহার পাবে।

Post a Comment

0 Comments