জাকির আহমেদ, মদন সংবাদাতাঃআসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব লুৎফুজ্জামান বাবরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা।শনিবার (০৩ জানুয়ারি ২০২৬) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা এই ঘোষণা প্রদান করেন। বাছাই প্রক্রিয়ায় জনাব লুৎফুজ্জামান বাবরের দাখিলকৃত সকল তথ্য ও কাগজপত্র সঠিক পাওয়ায় তার মনোনয়ন বৈধ বলে বিবেচিত হয়।
উল্লেখ্য, লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য। দীর্ঘদিন পর তার প্রার্থিতা বৈধ হওয়ার খবরটি এই আসনের সাধারণ ভোটার এবং রাজনৈতিক মহলে বিশেষ গুরুত্ব বহন করছে। এই ঘোষণার ফলে তার নির্বাচনী এলাকায় ভোটের নতুন সমীকরণ শুরু হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা
উল্লেখ্য, লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য। দীর্ঘদিন পর তার প্রার্থিতা বৈধ হওয়ার খবরটি এই আসনের সাধারণ ভোটার এবং রাজনৈতিক মহলে বিশেষ গুরুত্ব বহন করছে। এই ঘোষণার ফলে তার নির্বাচনী এলাকায় ভোটের নতুন সমীকরণ শুরু হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা





0 Comments