নেত্রকোনা প্রতিনিধিঃ খালিয়াজুরী উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট গ্রামের জামায়াতের কর্মী মোঃ রোমান মিয়া(২৫)কে গ্রেফতার করেছে খালিয়াজুরী থানা পুলিশ। গতকাল (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬.০০ টার দিকে পাঁচহাট বাজারে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান বিসমিল্লাহ মেডিকেল হল( ফার্মেসী) থেকে রোমানকে গ্রেফতার করা হয়। রোমান মিয়া পাঁচহাট গ্রামের সাহেব আলীর ছেলে। তিনি ২০২৪ সালের ডিসেম্বরের ৯ তারিখে জামায়াতে যোগদান করেন। অথচ তাকে ২০২৫ সালের জুলাই মাসের ২ তারিখের আওয়ামী লীগের বিরুদ্ধে করা রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। সেই মামলায় তার নাম না থাকলেও কেবলমাত্র জাতীয় সংসদ নির্বাচনে সে জামায়াতের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় নির্বাচনের আগে মানুষের মনে আতঙ্ক ছড়িয়ে দিয়ে বিশেষ একটি দলের পক্ষে সুবিধা করে দেয়ার লক্ষ্যেই এই গ্রেফতার অভিযান বলে আমরা মনে করি। ২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের পরও জামায়াতের কর্মীদের এভাবে গ্রেফতারের আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পুলিশ প্রশাসনকে এভাবে জামায়াতের কর্মীদেরকে আওয়ামী লীগের লোক বলে গ্রেফতার করা থেকে বিরত থাকার আহবান জানাচ্ছি। প্রশাসন নিরপেক্ষ না থাকলে আগামী নির্বাচন ফ্যাসিস্ট হাসিনার নির্বাচনের মতোই প্রশ্নবিদ্ধ হবে এবং পুলিশসহ প্রশাসন তাদের গ্রহণযোগ্যতা হারাবে।খালিয়াজুরী উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসমাইল হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানান।
জানতে চাইলে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দীন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, ২৫ সালের একটি রাজনৈতিক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।





0 Comments