মনোনয়নপত্র নিয়ে বিভ্রান্তির অবকাশ নেই , দ্রুতই বৈধতা পাচ্ছেন নেত্রকোনা-৫ ----অধ্যাপক মাছুম মোস্তফা - ইকরা প্রতিদিন মনোনয়নপত্র নিয়ে বিভ্রান্তির অবকাশ নেই , দ্রুতই বৈধতা পাচ্ছেন নেত্রকোনা-৫ ----অধ্যাপক মাছুম মোস্তফা

শিরোনাম

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds

মনোনয়নপত্র নিয়ে বিভ্রান্তির অবকাশ নেই , দ্রুতই বৈধতা পাচ্ছেন নেত্রকোনা-৫ ----অধ্যাপক মাছুম মোস্তফা


ইকরা প্রতিদিন ডেক্স :  নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, বিশিষ্ট শিক্ষাবিদ সহকারী অধ্যাপক মাছুম মোস্তফার মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

শনিবার (০৩/০১/২৬) বিকেলে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান আনুষ্ঠানিক ভাবে এ সিদ্ধান্তের কথা জানান । রিটার্নিং কর্মকর্তা জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাছুম মোস্তফা তার হলফনামায় তথ্যের এই অসঙ্গতির কারণে প্রার্থীর মনোনয়নপত্র আপাতত স্থগিত রাখা হয়েছে । বিষয়টি সংশোধনের জন্য প্রার্থীকে আগামীকাল দুপুর ২টা পর্যন্ত সময় বেধে দেওয়া হয়েছে ।

​এ বিষয়ে জনপ্রিয় গণমাধ্যম ‘ইকরা প্রতিদিন’-এর সাথে একান্ত আলাপকালে সহকারী অধ্যাপক মাছুম মোস্তফা বলেন,  , মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় একটি মামলার খালাস সংক্রান্ত প্রয়োজনীয় দাপ্তরিক স্লিপটি সময়মতো পৌঁছাতে না পারায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাছাই প্রক্রিয়াটি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। "এটি একটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং যান্ত্রিক ত্রুটি। মামলার খালাসের প্রয়োজনীয় সকল বৈধ কাগজপত্র আমাদের কাছে সংরক্ষিত আছে। আমরা যথাযথ আইনি প্রক্রিয়ায় অতি দ্রুত এই নথিপত্রগুলো দাখিল করছি। ইনশাআল্লাহ, খুব শীঘ্রই মনোনয়নপত্র বৈধ ঘোষিত হবে এবং আমরা নির্বাচনী মাঠে পূর্ণ শক্তিতে ফিরব।"

​এদিকে এই সংবাদ ছড়িয়ে পড়লে পূর্বধলার সাধারণ ভোটার ও নেতাকর্মীদের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা দিলেও মাছুম মোস্তফা সকলকে শান্ত থাকার আহ্বান জানান। তিনি আরও বলেন, "ষড়যন্ত্র বা বিভ্রান্তিতে কান দেওয়ার কোনো অবকাশ নেই। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং ইনসাফ কায়েমের লড়াইয়ে অবিচল। নেত্রকোনা-৫ আসনের জনগণের দোয়া ও ভালোবাসাই আমাদের মূল চালিকাশক্তি।"

​ সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহের কাজ চূড়ান্ত পর্যায়ে এবং নির্ধারিত সময়ের মধ্যেই তা নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে পূর্বধলায় নির্বাচনী আমেজ আরও উৎসবমুখর হবে বলে ধারণা করা হচ্ছে।


Post a Comment

0 Comments