গণভোট নির্ধারণ করবে শেখ হাসিনার মতো আরেক ফ্যাসিস্ট তৈরি হবে কিনা - ইকরা প্রতিদিন গণভোট নির্ধারণ করবে শেখ হাসিনার মতো আরেক ফ্যাসিস্ট তৈরি হবে কিনা

শিরোনাম

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds

গণভোট নির্ধারণ করবে শেখ হাসিনার মতো আরেক ফ্যাসিস্ট তৈরি হবে কিনা


অন লাইর ডেক্স :  ভবিষ্যতে শেখ হাসিনার মতো আর কোনও ফ্যাসিস্ট তৈরি হবে কিনা, তা বাংলাদেশের জনগণ গণভোটের মাধ্যমে ঠিক করবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. আলী রীয়াজ।সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত নির্বাচনি কর্মশালায় অংশগ্রহণ করে তিনি এসব কথা বলেন।আলী রীয়াজ বলেন, আপনি ঠিক করে দেবেন, আগামীতে বাংলাদেশে এই ‘হ্যা’ ভোট বিজয়ী হলে কী হবে। আগামী ৫০ বছরের বাংলাদেশে শেখ হাসিনার মতো আরেকটা ফ্যাসিস্ট তৈরি হবে। আপনি ঠিক করে দেবেন— শেখ হাসিনার মতো আরেকটা ফ্যাসিস্ট তৈরি হবে কী হবে না। এটা আপনি ঠিক করবেন, বাংলাদেশের মানুষ ঠিক করবে।’তিনি বলেন, ‘দেশের ভবিষ্যৎ কীভাবে চলবে, তা গণভোটের ফলাফলের মাধ্যমে নির্ধারিত হবে। জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত হলে তা বাস্তবায়নের বিষয়ে দেশের জনগণই গণভোটে রায় দেবে।’তিনি বলেন, ‘চূড়ান্ত সিদ্ধান্ত জনগণের হাতে। এবার সেই সুযোগ জনগণেরই থাকবে। আপনি চাইলে অংশ নিতে পারবেন, চাইলে না নিতেও পারেন।আলী রীয়াজ বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনে আমরা পাঁচ বছরের জন্য কাউকে ঠিক করে দেবো। ঠিকঠাক মতো কাজ না করলেও সবকিছু স্বাভাবিক থাকবে। পাঁচ বছর পরে আবার নির্বাচন হবে সংসদে। কিন্তু প্রতি পাঁচ বছরে গণভোট হবে না। গণভোটের কোনও প্রার্থী নাই, গণভোটের কারও ব্যক্তিগত বা কোনও প্রার্থীর না। যখন আপনি আমি জাতীয় সংসদে ভোট দিয়ে আসি, আমার আপনার সামনে বিকল্প অনেক। আমি ধরেন আমার এলাকায় পাঁচজন প্রার্থী। পাঁচজনের মধ্যে যে কাউকে ভোট দিতে পারেন। এখন গণভোটের ক্ষেত্রে এটা আপনার বিবেচনায় গণভোট জিনিসটা কী, কেউ যদি আমাকে প্রশ্ন করে- আমি তাকে সহজভাবে বুঝে নেওয়ার চেষ্টা করি- ভাই, গণভোট হচ্ছে এমন এক নির্বাচন, যেখানে আগামী দিনগুলোতে দেশ চালানোর পথ পদ্ধতিটা আপনি বলে দেবেন। তার মানে হচ্ছে যে, যারাই ক্ষমতায় হবে তাদেরকে একটা সীমা বেঁধে দিচ্ছি।’

Post a Comment

0 Comments