জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক সোমবার - ইকরা প্রতিদিন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক সোমবার

শিরোনাম

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক সোমবার


অন লাইন ডেক্স :  ভেনেজুয়েলায় হামলা করে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নেওয়া ও ক্ষমতাচ্যুত করার ঘটনায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে। আগামীকাল সোমবার (৫ জানুয়ারি) এই বৈঠক অনুষ্ঠিত হবে।কূটনৈতিক সূত্র আজ রোববার (৪ জানুয়ারি) জানায়, কলম্বিয়ার অনুরোধে এই বৈঠক ডাকা হয়েছে। বৈঠকের প্রতি সমর্থন জানিয়েছে রাশিয়া ও চীন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।হামলা করে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নেওয়ার যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের জন্য একটি বিপজ্জনক দৃষ্টান্ত হিসেবে আখ্যা দিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তার মতে, কোনো সার্বভৌম রাষ্ট্রে সামরিক হস্তক্ষেপ জাতিসংঘ সনদের মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক এবং তা বৈশ্বিক স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ।রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের সোমবারের বৈঠকে ভেনেজুয়েলার সার্বভৌমত্ব, আন্তর্জাতিক আইন এবং যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের বৈধতা নিয়ে তীব্র বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে।যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গত অক্টোবর ও ডিসেম্বর মাসে দুবার বৈঠক করেছিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। তবে সাম্প্রতিক অভিযানের ফলে পরিস্থিতি আরও জটিল ও সংকটপূর্ণ হয়ে উঠেছে বলে মনে করছেন কূটনীতিকরা।ভেনেজুয়েলা সরকার যুক্তরাষ্ট্রের এই অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে। জাতিসংঘে নিযুক্ত ভেনেজুয়েলার রাষ্ট্রদূত স্যামুয়েল মোনকাদা শনিবার নিরাপত্তা পরিষদের কাছে পাঠানো এক চিঠিতে এই অভিযানের কঠোর সমালোচনা করেন। তিনি একে ঔপনিবেশিক যুদ্ধ হিসেবে বর্ণনা করে। তিনি বলেন, এটি ভেনেজুয়েলার জনগণের দ্বারা স্বাধীনভাবে নির্বাচিত প্রজাতান্ত্রিক সরকারব্যবস্থা ধ্বংস করার চেষ্টা।শনিবার ভোররাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস ও বিভিন্ন শহরে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। এই হামলার মধ্যে যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্স কমান্ডো অভিযানে প্রেসিডেন্ট মাদুরোকে তুলে নিয়ে যায়। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, মাদুরোকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে। এবং তার ছবিও প্রকাশ কিরেন তিনি।জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দাবি করেন, মাদুরো ছিলেন একজন অভিযুক্ত ও অবৈধ স্বৈরশাসক, যিনি একটি ঘোষিত মাদক-সন্ত্রাসী সংগঠনের নেতৃত্ব দিয়েছেন এবং যার কর্মকাণ্ডে মার্কিন নাগরিকরা নিহত হন।

Post a Comment

0 Comments