শহীদুল ইসলাম প্রতিনিধিঃনেত্রকোণার মোহনগঞ্জে ইট বোঝাই হ্যান্ডট্রলির চাপায় মোঃ তাফসির নামে সাড়ে চার বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।সোমবার সকাল সোয়া ১০টার দিকে পৌরশহরের নওহাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাফসির পৌরশহরের নওহাল এলাকার সাইদুর রহমানের ছেলে।মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন এ তথ্য নিশ্চিত করে জানান, সাইদুর রহমান পূর্বধলা উপজেলার হিরণপুর এলাকার বাসিন্দা। বেশ কয়েক বছর ধরে মোহনগঞ্জ পৌরশহরের নওহাল এলাকায় ভাড়া বাসায় পরিবারসহ বসবাস শুরু করেন। দুই বছর আগে নওহাল এলাকায় জায়গা কিনেন তিনি। সম্প্রতি এতে পাকা ভবন তৈরি শুরু করেন। আজ ঘরের কাজের জন্য ইটের ভাটা থেকেহ্যান্ডট্রলি দিয়ে ইট নিয়ে যাচ্ছিলেন সাইদুর। এসময় তার সাথেই ছিল শিশু তাফসির। ইটভর্তি হ্যান্ডট্রলি পিছু হাঁটছিলো সে। একপর্যায়ে হ্যান্ডট্রলির নীচে চাপা পড়ে শিশুটি। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় তাফসির।
ওসি বলেন,দুর্ঘটনার সময় শিশুটির বাবা সাইদুর রহমান পাশেই ছিলেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই। আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ওসি বলেন,দুর্ঘটনার সময় শিশুটির বাবা সাইদুর রহমান পাশেই ছিলেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই। আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।





0 Comments