বিপিএলে এসে জানলেন জাতীয় দলে সুযোগের খবর, গর্বিত নাফে - ইকরা প্রতিদিন বিপিএলে এসে জানলেন জাতীয় দলে সুযোগের খবর, গর্বিত নাফে

শিরোনাম

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds

বিপিএলে এসে জানলেন জাতীয় দলে সুযোগের খবর, গর্বিত নাফে



বিপিএল খেলার জন্য যখন দুদিন আগে বাংলাদেশে এলেন খাওয়াজা নাফে, তখন তার পরিচয় পাকিস্তানের উঠতি ক্রিকেটার। রংপুর রাইডার্সের হয়ে প্রথম দিন যখন অনুশীলন করলেন, তখন তিনি পাকিস্তান জাতীয় দলের ক্রিকেটার! স্বপ্ন পূরণের আনন্দে উচ্ছ্বসিত তরুণ এই ব্যাটসম্যান।

শ্রীলঙ্কার বিপক্ষে সামনে টি-টোয়েন্টি সিরিজের পাকিস্তান দলে ডাক পেয়েছেন নাফে। পাকিস্তানের নির্বাচকরা দল ঘোষণা করেছেন রোববার। মূলত বেশ কজন অভিজ্ঞ ক্রিকেটার বিগ ব্যাশে ব্যস্ত থাকায় স্বপ্নের দুয়ার খুলে গেছে ২৩ বছর বয়সী এই ব্যাটসম্যানের সামনে।

রংপুরের হয়ে বিপিএল খেলতে আসা ব্যাটসম্যান সিলেটে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শোনালেন তার অনুভূতি। 

Post a Comment

0 Comments