নেত্রকোনা-১(দূর্গাপুর-কলমাকান্ দা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল আজ রবিবার বেলা আড়াইটার দিকে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান এর কাছে মনোনয়ন পত্র দাখিল করেছেন।
আজ রবিবার দুপুরে ব্যারিস্টার কায়সার কামাল রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র দাখিল করবেন এই সংবাদে দূর্গাপুর-কলমাকান্দা উপজেলার বিপুল সংখ্যক নেতাকর্মী রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ভীড় করে। বেলা আড়াইটার দিকে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল দূর্গাপুর উপজেলা বরুংগা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ শহীদুল্লাহ্, ট্রাইব্যাল এসোসিয়েশনের সভাপতি গিলভার্ট চিচাম, রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক প্রভাত রঞ্জন সাহা, দূর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইমাম হাসান আবু চাঁন চেয়ারম্যান ও কলমাকান্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়েরকে সাথে নিয়ে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান এর কাছে মনোনয়ন পত্র দাখিল করেন।
এ সময় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জিপি এডভোকেট মাহফুজুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ ওয়াহিদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক বজলুর রহমান পাঠান ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাস সেন্টু উপস্থিত ছিলেন।
মনোনয়ন পত্র দাখিল করার পর ব্যারিস্টার কায়সার কামাল উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে উৎসব মূখর পরিবেশে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে জনগনকে অধিক হারে অংশ গ্রহণ করে বিএনপির প্রার্থীদেরকে বিজয়ী করার আহবান জানান।





0 Comments