পাঁচ আগস্ট ইতিহাস বলে,
জনতার রক্ত গর্জন তোলে।
ন্যায়ের দাবিতে গর্জে ওঠো ভাই,
গণঅভ্যুত্থানে বিজয় চাই।
৫ই আগস্ট ইতিহাসে লেখা হলো এক নতুন গান,
গণতন্ত্রের ডাকে জেগে ওঠে জনতার প্রাণ।
আন্দোলন, সংগ্রাম, মাসজুড়ে জ্বলে আগুন,
বৈষম্যের বিরুদ্ধে ফুঁসে ওঠে ছাত্র, তরুণ।
কারফিউ ভেঙে পথে পথে মানুষের ঢল,
জনতার কণ্ঠ আর বজ্র ছিল একমাত্র সম্বল।
কোটা সংস্কারের দাবি, অতঃপর তা ছাড়িয়ে যায়,
এক দফা, এক দাবি, শেখ হাসিনার হল বিদায়।
শহর জুড়ে শোনা যায় পদযাত্রার সুর,
কারফিউ ভেঙে আসে মানুষ রাত থেকে ভোর।
শহীদ মিনার, শাহবাগ, লোকে লোকারণ্য,
নতুন ভোরের আশায়, আজ সবাই অরণ্য।
গণভবন থেকে পলায়ন করে শেখ হাসিনা,
গণঅভ্যুত্থানের কাছে পরাজয় মেনে করে কান্না।
সশস্ত্র প্রতিরোধের সামনে শান্তিবাদী আন্দোলন,
গণতান্ত্রিক পথে পরিবর্তন, হলো নতুন বাংলার উম্মুচন।
নতুন সরকার, নতুন সূর্য, নতুন সৃষ্ট পথ
জনগণই ক্ষমতার উৎস, এই হোক শপথ।
৫ আগস্ট ঐক্যবদ্ধ প্রেরণা দেয় বারবার,
গণতন্ত্রের জয় হউক এ সবার অঙ্গীকার।





0 Comments