এ কে এম আব্দুল্লাহ,:মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১শত পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৬ লক্ষ ৫১ হাজার ১শত টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মদন থানা পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী হলেন মোঃ ফারুক আহমেদ (৪০)। তিনি মদন উপজেলার দুর্গাশ্রম গ্রামের মৃত সাদাব আলীর ছেলে।মদন থানার অফিসার ইনচার্জ মোঃ হাসনাত জামান রবিবার বিকালে সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মদন থানা পুলিশের এস আই ফয়সাল এর নেতৃত্বে একটি চৌকস টিম শনিবার দিবাগত রাত আনুমানিক ২ টার দিকে (১৮ জানুয়ারি) মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের দুর্গাশ্রম গ্রামে মাদক ব্যবসায়ী মোঃ ফারুক আহমেদের বসত বাড়িতে অভিযান চালিয়ে ১শত পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৬ লক্ষ ৫১ হাজার ১শত টাকাসহ মোঃ ফারুক আহমেদকে আটক করে। আটককৃত ফারুকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পর আজরবিবার বিকালে তাকে আদালতে প্রেরণ করা হয়। আদালতের বিজ্ঞ বিচারক আসামির জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।





0 Comments