জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ নেত্রকোণার পূর্বধলায় শ্রেষ্ঠত্বের মুকুটে ভূষিত মো. বদরুজ্জামান ও মোহাম্মদ শফিকুজ্জামান - ইকরা প্রতিদিন জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ নেত্রকোণার পূর্বধলায় শ্রেষ্ঠত্বের মুকুটে ভূষিত মো. বদরুজ্জামান ও মোহাম্মদ শফিকুজ্জামান

শিরোনাম

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ নেত্রকোণার পূর্বধলায় শ্রেষ্ঠত্বের মুকুটে ভূষিত মো. বদরুজ্জামান ও মোহাম্মদ শফিকুজ্জামান

 


নিজস্ব প্রতিবেদক :নেত্রকোনার পূর্বধলায় অত্যন্ত স্বচ্ছতা ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো 'জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬'।  ৫ আগস্টের ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থান পরবর্তী ‘নতুন বাংলাদেশ’ গড়ার মূল কারিগর হলো আগামীর সুশিক্ষিত প্রজন্ম। সেই লক্ষ্যকে সামনে রেখে এবারের আয়োজনে বিশেষ নজর কেড়েছে নির্বাচিত শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাফল্য, যা মূলত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের বছরের পর বছর দেওয়া অক্লান্ত মেধা ও শ্রমের ফসল।

এ বছরের প্রতিযোগিতায় নিজ নিজ কর্মক্ষেত্রে নিষ্ঠা, প্রশাসনিক দক্ষতা এবং শিক্ষার মানোন্নয়নে অনন্য ভূমিকা রেখে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধানের গৌরব অর্জন করেছেন-

মাধ্যমিক পর্যায়ে মো. বদরুজ্জামান,প্রধান শিক্ষক, আগিয়া উচ্চ বিদ্যালয় । তার সুদূরপ্রসারী পরিকল্পনা ও একাডেমিক শৃঙ্খলার কারণে আগিয়া উচ্চ বিদ্যালয় আজ উপজেলায় অনন্য উচ্চতায় আসীন।

 কারিগরি পর্যায়ে মোহাম্মদ শফিকুজ্জামান অধ্যক্ষ, ইকরা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ। কারিগরি শিক্ষার প্রসারে তার আধুনিক চিন্তা ও নিরলস পরিশ্রম তাকে এই শ্রেষ্ঠত্বের মুকুটে ভূষিত করেছে।

এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের গুণগত মান, সহ-শিক্ষা কার্যক্রম এবং অবকাঠামোগত উৎকর্ষের বিচারে উপজেলার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে তিনটি প্রতিষ্ঠান। এই সাফল্যের নেপথ্যে রয়েছে প্রতিষ্ঠান প্রধানদের অসামান্য নেতৃত্ব। 

 স্কুল পর্যায়ে -মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয়, প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফা-এর বলিষ্ঠ নেতৃত্বে শ্রম ও সৃজনশীলতা উপজেলার    প্রতিষ্ঠানটিকে শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছেন।

 কারিগরি পর্যায়ে- ইকরা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ  অধ্যক্ষ মোহাম্মদ শফিকুজ্জামান-এর মেধা ও ঘামে তিল তিল করে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটি কারিগরি শিক্ষায় এক নতুন বিপ্লব ঘটিয়েছে, যা এই স্বীকৃতিতে প্রতিফলিত হয়েছে।

 কলেজ পর্যায়ে- পূর্বধলা সরকারি কলেজের অধ্যক্ষ আনোয়ারুল হক রতন তাঁর সুচারু প্রশাসনিক দক্ষতা ও উচ্চশিক্ষার মান নিশ্চিতকরণে ও ব্যক্তিগত শ্রম কলেজটিকে উপজেলার শ্রেষ্ঠ কলেজের মর্যাদা এনে দিয়েছে।

​শিক্ষক ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন নিলয় চক্রবর্তী, ডা. মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয়, মো. ওমর ফারুক, কাপাসিয়া দাখিল মাদ্রাসা, ইকবাল আহমেদ, পূর্বধলা সরকারি কলেজ এবং কারিগরি শাখা থেকে আনোয়ার আহাম্মদ,ডা. মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয়।

শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক স্কুল পর্যায় মো: নজরুল ইসলাম, জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ রোভার শিক্ষক কলেজ পর্যায় মো: সামছুল হক তালুকদার, পূর্বধলা সরকারি কলেজ।

 শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন মাদ্রাসা বিভাগ থেকে ফাতেমা আজাদ ডালিয়া,পূর্বধলা হোছাইনিয়া ফাজিল মাদ্রাসা, কলেজ বিভাগ থেকে আরিয়া ইসলাম লামিয়া, পূর্বধলা সরকারি কলেজ এবং কারিগরি বিভাগ থেকে কুলসুম আক্তার,ইকরা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ।

শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ স্কুল পর্যায় জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপ। শ্রেষ্ঠ রোভার গ্রুপ কলেজ পর্যায় পূর্বধলা সরকারি কলেজ রোভার গ্রুপ।

এব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবু বকর সিদ্দিক বলেন, "এবারের নির্বাচন ছিল অত্যন্ত প্রতিযোগিতামূলক। যারা শ্রেষ্ঠ হয়েছেন, তারা মূলত তাদের কর্মদক্ষতা ও মেধা দিয়েই এই স্থান অর্জন করেছেন।"

উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান খান বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেন, "নতুন বাংলাদেশের শিক্ষা মানচিত্র নির্মাণে এই গুণী শিক্ষকদের অবদান অনস্বীকার্য। তাদের এই মেধা ও শ্রম অন্য শিক্ষকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।"

জাতীয় শিক্ষা সপ্তাহের এই আয়োজন স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করেছে। মেধার এই স্বীকৃতি জেলা পর্যায়েও পূর্বধলার মান অক্ষুণ্ণ রাখবে বলে সবাই আশাবাদ ব্যক্ত করছেন।


Post a Comment

0 Comments