তারাকান্দা কর্মরত সাংবাদিকদের সাথে ইউএনওর মতবিনিময় - ইকরা প্রতিদিন তারাকান্দা কর্মরত সাংবাদিকদের সাথে ইউএনওর মতবিনিময়

শিরোনাম

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds

তারাকান্দা কর্মরত সাংবাদিকদের সাথে ইউএনওর মতবিনিময়

 


হুমায়ুন কবির, তারাকান্দা প্রতিনিধিঃ ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম মতবিনিময় করেন।সোমবার ১২ জানুয়ারি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ স্বাধীন সংবাদমাধ্যম। এছাড়াও তিনি সাংবাদিকদের কাছ থেকে তারাকান্দার ঐতিহ্য ও ইতিহাস পরিবেশ শিক্ষা যানজট নিরসনের বিভিন্ন বিষয় জানতে চেয়েছেন। সকল বিষয়ের অবগত হয়ে পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন।সেই সাথে ঐতিহ্যবাহী তারাকান্দা প্রেস ক্লাবের নবগঠিত আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম।উপজেলা সকল সাংবাদিক ঐক্যের সিদ্ধান্তকে একটি ইতিবাচক দিক হিসেবে দেখছেন। উক্ত সভায় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের প্রধান সমন্বয়ক রফিক বিশ্বাস (মানবজমিন) , আহবায়ক নাজমুল হক (দৈনিক দিনকাল),সদস্য সচিব সাগর তালুকদার দৈনিক (ভোরের কাগজ), সদস্য আজহারুল ইসলাম লিটন (দৈনিক ইত্তেফাক) তৌকির আহমেদ শাহিন,(দৈনিক অবজারভার), ফজলে এলাহী ঢালি(দৈনিক ইনকিলাব), এস এম হোসেন আলী (দৈনিক জাহান ও খবরপত্র), জুয়েল মিয়া নাদিম (দৈনিক নবচেতনা) রাসেল মিয়া (কালবেলা) মো:মিলন (ব্রহ্মপুত্র এক্সপ্রেস), আহসান হাবিব (নিউজ মেইল), শাকিল আহমেদ লিখন (দৈনিক আজকের বাংলাদেশ), ইউ এস সোহান (দৈনিক আমার সময়),এম এ এস হুমায়ুন কবির(দৈনিক ইকরা প্রতিদিন),জিয়াউল হক নোমান(দৈনিক ভোরের ডাক) আব্দুর রউফ (দৈনিক তৃতীয় মাত্রা), মাসুদ মিয়া, (দৈনিক আজকের খবর)প্রমুখ।

Post a Comment

0 Comments