নেত্রকোনা প্রতিনিধিঃগতকাল বারহাট্রায় (১৩ জানুয়ারি) রাতে সানোয়ার হোসেন নামে জামায়াতের একজন শুভাকাঙ্ক্ষী নিজের ব্যক্তিগত তহবিল থেকে নিজ উদ্যোগে প্রতি বছরের ন্যায় এ বছরও হতদরিদ্র মানুষের মাঝে কিছু কম্বল বিতরণ করেন। তিনি ময়মনসিংহে ব্যবসায়ীক কারণেই বসবাস করেন। শীতার্তদের জন্য মানবিক কাজ হিসেবে উনি গতকাল রাতে বারহাট্রা উপজেলার আসমা ইউনিয়নের কিছু মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।এটাকে একটি কুচক্রী মহল জামায়াতের পক্ষে কম্বল বিতরণ ও নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ এনেছে। যা জামায়াতকে হেয় প্রতিপন্ন করা ও জামায়াতের নির্বাচনী ইমেজ নষ্ট করার নামান্তর। এ বিষয়টিকে কেন্দ্র করে জামায়াতকে জড়িয়ে চ্যানেল ৭১,ডিবিসি,চ্যানেল এসসহ কিছু মিডিয়ায় সংবাদ পরিবেশন হয়েছে। যা অত্যন্ত দুঃখ জনক ও নিন্দার। আমরা সাংবাদিক বন্ধুদের আহবান করবো বস্তুনিষ্ঠ ও সঠিক তথ্য উপাত্ত নিয়ে সংবাদ পরিবেশন করবেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময়ই আইনের প্রতি শ্রদ্ধাশীল ও শতভাগ নির্বাচনী আচরণ বিধি মেনেই কাজ করে যাচ্ছে। যারা দোয়া মাহফিল ও ফ্যামিলি কার্ডের নামে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে এগুলোতে আপনারা নিরব দর্শকের ভূমিকা রাখছেন। অথচ ব্যক্তি উদ্যোগে মানবিক কাজকে জামায়াতের বলে চালিয়ে দিচ্ছেন। আমরা কারো ইমেজ নষ্ট করা বা উদ্দেশ্য প্রনোদিতভাবে একটি সংগঠনকে জড়িয়ে সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকতেও সাংবাদিক বন্ধুদের প্রতি আহবান জানাচ্ছি।
১৪(জানুয়ারী) বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বারহাট্রা উ





0 Comments