মোঃ সৈয়দুল ইসলাম
অন্যায়ের বিরুদ্ধে জ্বালাময়ী কণ্ঠ
তুমি বিপ্লবী বীর,
রাজপথ কাঁপানো বারুদ সন্তান
তুমি করোনি নতশির।
কণ্ঠে তোমার ইনসাফের বুলি
বিশ্বে ফেলেছে সাড়া,
শত্রু তোমার কণ্ঠ থামাতে
হয়ে পড়ে দিশেহারা ।
সুযোগ সন্ধানী জারজ সন্তানেরা
মাথায় চালালো গুলি,
বীর মাতার ঐ সূর্য সন্তানের
থামিয়ে দিলো বুলি।
তুমি মরোনি হাদি জাগ্রত তুমি
বিশ কোটি জনতার বুকে,
বুকফাটা কান্নায় পাগল সবাই
কাতর তোমার শোকে।
আজাদীর বীর সন্তানেরা
বীরের বেশেই লড়ে,
ইনসাফের দ্বীন করতে কায়েম
হাসি মুখেই মরে।




0 Comments