অন লাইন ডেক্স : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-১ শাখার প্রজ্ঞাপনে দেশের বিভিন্ন জেলা কারাগারে কর্মরত ৮ জন জেল সুপারকে ‘সিনিয়র জেল সুপার’ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। ৭ম গ্রেডভুক্ত এই পদে পদোন্নতি কার্যকর হবে বিধি অনুযায়ী।বৃহস্পতিবার (১১ জানুয়ারি ২০২৬) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশক্রমে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৭ম গ্রেডে তাদের পদোন্নতি প্রদান করা হয়েছে।পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন, কিশোরগঞ্জ জেলা কারাগার-২ (প্রেষণে সিলেট কেন্দ্রীয় কারাগার-২) এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক, লক্ষ্মীপুর জেলা কারাগারের মোঃ নজরুল ইসলাম, টাঙ্গাইল জেলা কারাগারের মোঃ শহিদুল ইসলাম, ফরিদপুর জেলা কারাগারের মোঃ নজরুল ইসলাম, খুলনা জেলা কারাগারের মোঃ নাসির উদ্দিন প্রধান, কুষ্টিয়া জেলা কারাগারের মোহাম্মদ আব্দুর রহিম, বগুড়া জেলা কারাগারের ফারুক আহমেদ এবং সিরাজগঞ্জ জেলা কারাগারের এ.এস.এম. কামরুল হুদা।পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা সংশ্লিষ্ট বিধি-বিধান অনুযায়ী দায়িত্ব পালন করবেন এবং এ আদেশ অবিলম্বে কার্যকর করার কথা প্রজ্ঞাপনে বলা হয়েছে।





0 Comments