অন লাইন ডেক্স : ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানে অংশ নিয়ে গুলিবিদ্ধ হয়ে দীর্ঘ দেড় বছর মৃত্যুর সঙ্গে লড়াই শেষে প্রয়াত জুলাই যোদ্ধা শফিকের দাফন সম্পন্ন হয়েছে।আজ বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১০ টায় হালুয়াঘাট উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় হালুয়াঘাট উপজেলার দর্শারপাড়া মামা পাগলা মাজার মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় উপজেলা নির্বাহী অফিসার আলী নূর খান, হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আলম, শহীদ শফিকের সহযোদ্ধা, আলেম-ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষের ঢল নামে। জানাজা শেষে অশ্রুসিক্ত পরিবেশে তাকে নিজ গ্রামের সামাজিক কবরস্থানে দাফন করা হয়।মরহুম শফিক ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ৩নং কৈচাপুর ইউনিডনের দর্শারপাড় গ্রামের বাসিন্দা আব্দুল সামেদের পুত্র। গণ-অভ্যুত্থানের সময় ২৪ জুলাই গাজীপুরে আন্দোলনে অংশ নিতে গিয়ে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে গুরুতর আহত হন। দেশ ও গণতন্ত্রের দাবিতে রাজপথে থাকা অবস্থায় তার শরীরে গুলি লাগে, যা তাকে আজীবন পঙ্গুত্ব ও দীর্ঘ চিকিৎসার পথে ঠেলে দেয়।আহত অবস্থায় প্রথমে তাকে জাতীয় ট্রমাটোলজি ও অর্থোপেডিক পুনর্বাসন ইনস্টিটিউট (নিটোর)-এ ভর্তি করা হয়। পরে দীর্ঘ সময় তিনি ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবশেষে সর্বশেষ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৭টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা শফিকের মৃত্যুতে নিজ এলাকাসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার আত্মত্যাগ স্মরণ করে সহযোদ্ধা ও এলাকাবাসী বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে শফিকের মতো সাহসী যোদ্ধাদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।





0 Comments