নাহিদের অফিসে গুলিবর্ষণ নিয়ে যা জানা গেল - ইকরা প্রতিদিন নাহিদের অফিসে গুলিবর্ষণ নিয়ে যা জানা গেল

শিরোনাম

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds

নাহিদের অফিসে গুলিবর্ষণ নিয়ে যা জানা গেল


অন লাইন ডেক্স :  রাজধানীর বাড্ডা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের একটি নির্বাচনী কার্যালয়ে গুলির ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার(১৩ জানুয়ারি) দুপুরে সংগঠিত এই ঘটনাটি নিয়ে নানা গুঞ্জন ছড়ালেও পুলিশ জানিয়েছে এর সাথে রাজনীতির কোনো যোগসূত্র নেই। মূলত একটি নির্মাণাধীন ভবনে চাঁদা দাবি করে না পাওয়ায় সন্ত্রাসীরা এই গুলিবর্ষণের ঘটনা ঘটিয়েছে।বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. নাসিরুল আমিন জানান, ঘটনার সময় একদল চাঁদাবাজ ওই নির্মাণাধীন ভবনে এসে বিল্ডার্সের এমডিকে খুঁজতে থাকে। তাকে না পেয়ে তারা দুই রাউন্ড গুলি ছুড়ে এলাকা ত্যাগ করে।পুলিশ আরও জানায়, ওই ভবনটিতে আগে এনসিপির অফিস ছিল তবে গত নভেম্বর মাসেই তারা সেখান থেকে কার্যক্রম সরিয়ে নিয়েছে। ফলে বর্তমানে এটি আর রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে না।নাহিদ ইসলাম নিজেও এই ঘটনাকে পুরোপুরি অরাজনৈতিক বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, এটি কোনো নির্বাচনী প্রতিহিংসা বা রাজনৈতিক হামলা নয় বরং ব্যক্তিগত বা ব্যবসায়িক কোনো শত্রুতার জের ধরে সন্ত্রাসীরা এই কাজ করে থাকতে পারে।এনসিপির মিডিয়া উপ-কমিটিও এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনার সাথে দলের কোনো সাংগঠনিক কার্যক্রমের সম্পর্ক নেই।পুলিশ বর্তমানে ঘটনাস্থল থেকে তথ্য সংগ্রহ করে হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে। বাড্ডা থানা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে। অরাজনৈতিক এই ঘটনাটি যাতে কোনো ধরনের ভুল বুঝাবুঝির সৃষ্টি না করে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন।

Post a Comment

0 Comments