ইকবাল ভূইয়া, আটপাড়া প্রতিনিধিঃ নেত্রকোনার আটপাড়ায় বানিয়াজান সরকারি চৌধুরী তালুকদার পাইলট উচ্চ বিদ্যালয়ের অকেজো জায়গা ভরাট করে খেলার মাঠ তৈরীর দাবী জানাচ্ছেন অত্র প্রতিষ্ঠানের সাধারণ ছাত্র/ ছাত্রী, অভিবাবক ও এলাকাবাসী । সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের সামনে যতটুকু জায়গা আছে তাতে ছাত্র ছাত্রীদের খেলাধুলার জন্য পর্যাপ্ত নয়।ফলে শিক্ষার্থীরা অবসর সময়ে খেলাধুলা করতে সমস্যা হয়। তবে বিদ্যালয়ের দক্ষিণ পার্শে অকেজো জায়গা ভরাট হলে খেলাধুলার জন্য৷ উপযোগী মাঠ তৈরি হতো। এবিষয়ে প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা জানান, ক্লাস শুরুর আগে বা টিফিন ঘন্টায় আমাদের খেলাধুলা করতে সমস্যা হয়। তাই বিদ্যালয়ের অকেজো জায়গাটুকু ভরাট করলে আমাদের জন্য ভাল হতো। প্রতিষ্ঠানটি ১৯৪০ সালে প্রতিষ্ঠিত হয়। গত ২০১৮সালে প্রতিষ্ঠানটি সরকার জাতীয়করণ করে। উপজেলার সদরে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হওয়ায় এলাকায় শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই বিদ্যালয়টি। ১৭জন শিক্ষক কর্মচারী নিয়ে চলা এই বিদ্যালয়ের বর্তমানে ছাত্র ছাত্রীর সংখ্যা ৭৬৫জনএবিষয়ে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিলুফার নাসরিন আমাদের প্রতিবেদককে জানান, বিদ্যালয়ের ছাত্র ছাত্রীর সংখ্যা বেশী হওয়ায় এবং খেলাধুলার জায়গা কম হওয়ায় খেলার স্হান নিয়ে শিক্ষার্থীদের মাঝে প্রায়শই অসন্তোষ দেখা দেয় ফলে অভিভাবকরাও মাঠ বর্ধিত করার বিষয়ে জোড়ালো দাবী তুলছেন। তাই এবিষয়ে অকেজো জায়গাটুকু মাঠি ভরাট করে খেলার মাঠ বর্ধিত করে শিক্ষার্থীদের খেলাধুলার পরিবেশ সৃষ্টিতে প্রশাসনের দৃষ্টি ও সহযোগিতা কামনা করি।





0 Comments