হুমায়ুন কবির, তারাকান্দা প্রতিনিধিঃ ময়মনসিংহ -২ তারাকান্দা উপজেলায় আসন্ন সংসদ নির্বাচন ও গণভোট প্রচার পত্র বিতরণ করেন ইউএনও মোঃ আমিনুল ইসলাম।মঙ্গলবার ১৩ জানুয়ারি উপজেলা পরিষদ চত্বরসহ বিভিন্ন স্থানে নির্বাচন কমিশনের অনুমোদিত প্রচার লিফলেট বিতরণ করা হয়।প্রচার পত্র বিতরণের সময় উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম জনগণের উদ্দেশ্যে বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রক্রিয়া। এ বিষয়ে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। ভোটারদের অংশগ্রহণ ও সচেতনতা বাড়াতে ভোটাধিকার সম্পর্কে জনগণকে উদ্বুদ্ধ করতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ তিন বাহিনীর সমন্বয়ে ওই কার্যক্রম পরিচালনা করা হয়। গণভোটের গুরুত্ব তুলে ধরা এবং সবার অংশগ্রহণে একটি উৎসবমুখর ও অংশগ্রহণমূলক নির্বাচনী পরিবেশ গড়ে তোলা মূল লক্ষ্য। এই সময় কোদালদোর বাজারে একটি কেন্দ্র পরিদর্শন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন, লেফটেন্যান্ট জিয়াদাদ রহমান, এএসপি ফুলপুর সার্কেল রাকিবুল রাকিবুল, বিজিবি আবুল কাশেম তারাকান্দা থানা পুলিশ।





0 Comments