নেত্রকোনার ৫টি সংসদীয় আসনে ৩০টি মনোনয়ন পত্র জমাঃ স্বতন্ত্র প্রার্থী -২ জনঃ একই আসনে বাবর ও তার স্ত্রী শ্রাবনীর মনোনয়ন পত্র দাখিল - ইকরা প্রতিদিন নেত্রকোনার ৫টি সংসদীয় আসনে ৩০টি মনোনয়ন পত্র জমাঃ স্বতন্ত্র প্রার্থী -২ জনঃ একই আসনে বাবর ও তার স্ত্রী শ্রাবনীর মনোনয়ন পত্র দাখিল

শিরোনাম

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds

নেত্রকোনার ৫টি সংসদীয় আসনে ৩০টি মনোনয়ন পত্র জমাঃ স্বতন্ত্র প্রার্থী -২ জনঃ একই আসনে বাবর ও তার স্ত্রী শ্রাবনীর মনোনয়ন পত্র দাখিল

 




এ কে এম আব্দুল্লাহ :নেত্রকোনা জেলার ৫টি সংসদীয়
আসনে মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে বিএনপি জামায়াতসহ মোট ৩০ জন মনোনয়ন পত্র 
দাখিল করেছেন। এর মধ্যে ২ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। 
জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, নেত্রকোনা- ১ (দূর্গাপুর-কলমাকান্দা) আসনে ৭ জন, নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা)
আসনে ৭ জন, নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া)
আসনে ৬ জন, নেত্রকোনা-৪ (মদন-মোহনগন্জ-খালিয়াজুরী)
আসনে ৬ জন এবং নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে ৪ জন মনোনয়ন পত্র জমা হয়েছে। 
জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান বলেন,  কোন প্রকার ঝামেলা ছাড়াই নির্বাচনী আচরণ বিধি মেনেই প্রার্থীরা উৎসব মূখর পরিবেশে মনোনয়ন পত্র দাখিল করেছেন। 
এদিকে নেত্রকোনা-৪ (মদন-মোহনগন্জ-খালিয়াজুরী) 
আসনে বিএনপি দলীয় প্রার্থী বহুল আলেচিত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এর স্ত্রী তাহমিনা জামান শ্রাবনী স্বতন্ত্র প্রার্থী হিসাবে একই আসনে মনোনয়ন পত্র দাখিল করেছেন। এটা নিয়ে এলাকায় চমকের পাশাপাশি ব্যাপক জল্পনা কল্পনা শুরু হয়েছে। এছাড়াও নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে বিএনপি নেতা সাবেক পৌরসভার মেয়র ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন ভূইয়া দুলাল স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র দাখিল করেছেন। এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী হচ্ছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক 
ড. মোঃ রফিকুল ইসলাম হিলালী।

Post a Comment

0 Comments