শাহজাদা আকন্দ জেলা প্রতিনিধি : নেত্রকোনা সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের গরদি গ্রামে গরদি দাখিল মাদ্রাসা'র একটি ক্লাসরুমে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় । দেশবাসীকে কাঁদিয়ে বাংলাদেশের প্রথম সংসদীয় সরকার ব্যবস্থার প্রথম মহিলা প্রধানমন্ত্রী ও গণমানুষের আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করায়, বেগম খালেদা জিয়া'র প্রতি গভীর শোক, বিনম্র শ্রদ্ধা, ভালোবাসায় ও স্মরণে গরদি দাখিল মাদ্রাসা'র সভাপতি প্রকৌশলী মো: মজিবুর রহমানের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে । মাদ্রাসা সূত্রে জানা গেছে ,সকাল ১১ টায় মাদ্রাসার সুপার মাওলানা মো: আব্দুল খালেক সহ অন্যান্য সহকারী শিক্ষকবৃন্দ , কমিটির অন্যান্য সদস্য, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন । দোয়া ও মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়া আত্মার মাগফেরাত কামনায় বেহেস্তের মেহমান হিসেবে কবুল করেন ।
0 Comments