নেত্রকোণায় গণভোট সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত - ইকরা প্রতিদিন নেত্রকোণায় গণভোট সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত

শিরোনাম

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds

নেত্রকোণায় গণভোট সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত


 শাহজাদা আকন্দ, জেলা প্রতিনিধি :নেত্রকোণা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কিত মতবিনিময় সভা ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোণা জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গণভোটকে জয়ী করা বাংলাদেশের প্রতিটা নাগরিকের দায়িত্ব। এই গণভোট জয়ী না হলে বাংলাদেশের স্থীতিশীলতা ফিরে আসার পথ বাধাগ্রস্থ হতে পারে। ন্যায় ও ইনসাফ রাস্ট্র গঠনের লক্ষ্য গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে সরকার আইনসম্মতভাবেই প্রচারণা করছে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘গণভোটে হ্যাঁ ভোট কেন দেওয়া প্রয়োজন, হ্যাঁ ভোট দিলে কী হবে আমরা তা জনগণকে বোঝানোর চেষ্টা করছি। এ ব্যাপারে সকল রাজনৈতিক দলকেও আহ্বান জানিয়েছি। তিনি বলেন, এবারের নির্বাচন যাতে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে হয় এই দায়িত্ব সকলের- সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল- আমাদের সবার। এ ব্যাপারে সকল রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করছি। উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, লেঃ কর্ণেল আব্দুল মালেক, লেঃ কর্ণেল নাজমুল, স্থানীয় সরকার উপপরিচালক আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, নেত্রকোণা-৩ আসনের ধানের শীষের প্রার্থী ডঃ রফিকুল ইসলাম হিলালী ও বিভিন্ন আসনের সংসদ সদস্য পদপ্রার্থীগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Post a Comment

0 Comments