অন লাইন ডেক্স : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠানের লক্ষ্যে তৎপরতা বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর অংশ হিসেবে গঠিত ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল’-এর কার্যক্রম আরও গতিশীল করতে সদস্যদের তালিকা জরুরি ভিত্তিতে পাঠানোর জন্য রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।রোববার (১১ জানুয়ারি) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এই নির্দেশনাটি পাঠিয়েছেন।নির্দেশনার বিষয়ে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে এবং নির্বাচন-পূর্ব অনিয়ম রোধে পরিপত্রের (পরিপত্র-৯) মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল গঠনের নির্দেশনা আগেই দেওয়া হয়েছিল। একইসঙ্গে ওই সেলের কার্যপরিধি অনুযায়ী গৃহীত কার্যক্রমের প্রতিবেদন নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানোরও নির্দেশনা ছিল।সেলের কার্যক্রম অধিকতর গতিশীল করার লক্ষ্যে এবার সদস্যদের নাম ও মোবাইল নম্বরসহ পূর্ণাঙ্গ তালিকা জরুরি ভিত্তিতে নির্বাচন কমিশন সচিবালয়ের ‘নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-১’ শাখায় পাঠাতে অনুরোধ করা হয়েছে।আপিল শুনানি শেষে প্রার্থিতা প্রত্যাহার ২০ জানুয়ারি শেষ তারিখ। প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা ২২ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।উল্লেখ্য, আসন্ন এই জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে মাঠ পর্যায়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা রোধে এই সেলটি কেন্দ্রীয়ভাবে সমন্বয়কের ভূমিকা পালন করবে।





0 Comments