নেত্রকোনায় আহত অবস্থায় গন্ধবকুল (মেছো বাঘ) উদ্ধার - ইকরা প্রতিদিন নেত্রকোনায় আহত অবস্থায় গন্ধবকুল (মেছো বাঘ) উদ্ধার

শিরোনাম

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds

নেত্রকোনায় আহত অবস্থায় গন্ধবকুল (মেছো বাঘ) উদ্ধার


 

শাহজাদা আকন্দ প্রতিনিধি : নেত্রকোনা সদরের সতেরশ্রী বাজার থেকে আহত গন্ধবকুল (মেছো বাঘ) উদ্ধার করেছে জেলা বন বিভাগ।  রাতে স্থানীয়রা রাস্তার পাশে আহত অবস্থায় একটি গন্ধবকুল (মেছু বাঘ) পড়ে থাকতে দেখে বন বিভাগে খবর দেয়। পরে রাত ১১টার দিকে বন বিভাগের একটি দল এসে গন্ধবকুলটিকে উদ্ধার করে অফিসে  য়ে যায়। স্থানীয় বন বিভাগ জানায়, উদ্ধারকৃত গন্ধবকুলটি প্রায় তিন ফুট লম্বা এবং দেড় ফুট উচ্চতার। দেখতে অনেকটা চিতাবাঘের মতো হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়। কর্মকর্তাদের ধারনা, রাতে গাড়ির সাথে ধাক্কা লেগে গন্ধবকুলটি আহত হয়ে রাস্তার পাশে পড়ে রয়েছে। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা আহত গন্ধবকুলটিকে (মেছো বাঘটি) উদ্ধার করে আজ রবিবার সকালে জেলা ভেটেরিনারি হাসপাতালের তত্ত্বাবধানে চিকিৎসা দেয়া হয়। এ ব্যাপারে নেত্রকোণা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসীম উদ্দীন এলাহী'র সাথে যোগাযোগ করা হলে তিনি বিলপ্তপ্রায় গন্ধবকুল আহত অবস্থায় উদ্ধারের কথা স্বীকার করে বলেন, সদর উপজেলার সতেরশ্রী বাজার থেকে আহত অবস্থায় একটি গন্ধবকুল (মেছো বাঘ) উদ্ধার করা হয়েছে। আহত মেছো বাঘটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। সুস্থ হলে তাকে বনে অবমুক্ত করে দেয়া হবে।

Post a Comment

0 Comments