অন লাইন ডেক্স : সরকার কোনও দলকে কোনও ধরনের এক্সট্রা প্রিভিলেজ বা বাড়তি সুবিধা দিচ্ছে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘এ বিষয়ে আরও সুনির্দিষ্ট তথ্যের জন্য আপনারা নির্বাচন কমিশনকে প্রশ্ন করতে পারেন, তবে সরকারের অবস্থান নিরপেক্ষ।’রবিবার (১১ জানুয়ারি) বিকালে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।নির্বাচনের পরিবেশ নিয়ে শফিকুল আলম বলেন, “নির্বাচন কমিশন এবং সরকার মনে করে এখন যথেষ্ট ভালো পরিবেশ আছে। ছোট-বড় সব রাজনৈতিক দল তাদের নির্বাচনি কার্যক্রম ও সুযোগগুলো যথাযথভাবে ব্যবহার করছে। আগামী ২২ জানুয়ারি থেকে যখন আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে, তখন সবার জন্য সমান সুযোগের বিষয়টি আরও স্পষ্ট হবে।”এদিকে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে ভালোভাবে নিয়ন্ত্রণে রয়েছে এবং আসন্ন নির্বাচনের জন্য একটি আদর্শ ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সমান সুযোগ বিদ্যমান রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি উল্লেখ করেন, দেশের আইনশৃঙ্খলা বাহিনী এখন অনেক বেশি আত্মবিশ্বাসী ও তৎপর।শফিকুল আলম বলেন, “সাম্প্রতিক সময়ে তিনটি বিশাল ইভেন্ট আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত সুচারুভাবে সম্পন্ন করেছে। ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান বিন হাদির জানাজা, দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিশাল র্যালি এবং বেগম খালেদা জিয়ার জানাজা-এই প্রতিটি অনুষ্ঠানেই রেকর্ড সংখ্যক মানুষের উপস্থিতি ছিল। কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই এসব কর্মসূচি সম্পন্ন হওয়া প্রমাণ করে যে আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা ও মনোবল এখন যথেষ্ট চাঙা।”দেশে বিচ্ছিন্নভাবে ঘটা কিছু অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে প্রেস সচিব বলেন, “আমরা প্রতিটি ঘটনা গুরুত্বের সাথে তদন্ত করছি এবং অপরাধীদের গ্রেফতার করা হচ্ছে। ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মোসাব্বির হত্যাকাণ্ডে মূল শুটার জিনাত ও পরিকল্পনাকারী বিল্লালসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ময়মনসিংহের ভালুকায় শ্রমিক দিপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের ঘটনায় নেতৃত্বদানকারী ইয়াছিন আরাফাতসহ ডজনের বেশি অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।”





0 Comments